সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক মেয়র জাহাঙ্গীর

গাজীপুর সদর প্রতিনিধি

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক মেয়র জাহাঙ্গীর

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মাঠে থাকবেন জাহাঙ্গীর আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সব সময় মাঠে ছিলাম, আছি এবং থাকব। গাজীপুরের মানুষের জন্য আমি কাজ করেছি। সর্বস্তরের মানুষ আমাকে চায়। আমি তাদের দিকে তাকিয়ে নির্বাচনের মাঠে আছি।’

এদিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

টিএইচ