সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

এমপি তাহমিনার সঙ্গে প্রশাসনের পরিচিতি ও মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি  

এমপি তাহমিনার সঙ্গে প্রশাসনের পরিচিতি ও মতবিনিময়

মাদারীপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি তাহমিনা বেগমের সঙ্গে কালকিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি ও উপজেলা আ.সভাপতি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সাবেক পৌরমেয়র এনায়েত হোসেন হাওলাদার, কালকিনি থানা কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতারা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

টিএইচ