বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এমপি প্রার্থীর ক্যাম্পেইন করায় ইউপি সচিবকে শোকজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এমপি প্রার্থীর ক্যাম্পেইন করায় ইউপি সচিবকে শোকজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সোরহাব আলীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে স্থানীয় সরকার টাঙ্গাইল। 

গণসংবর্ধনার নামে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে ক্যাম্পেইন করার অভিযোগে তাকে গত ২২ মে স্থানীয় সরকার টাঙ্গাইলের উপসচিব ও উপপরিচালক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের জনগণের পক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে ১০৭নং সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় সোরহাব আলী। 

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও ভূঞাপুর পৌর মেয়র মাসুদুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন এবং সোরহাব আলী তার পক্ষে নমিনেশন ক্যাম্পেইন করেন। যা ইউনিয়ন পরিষদ আইনের পরিপন্থি। 

তাই আইনের বিধি অনুযায়ী আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, এই মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

প্রসঙ্গত, গত ১৬ মে গাবসারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. খোরশেদ আলম টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের আলোকে সোরহাব আলীকে শোকজ করা হয়।

মহেড়া ইউপি সচিব সোরহাব আলী বলেন, কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আমার নিজ এলাকায় আমাকে সংবর্ধনা দিয়েছেন। তবে, ওই অনুষ্ঠানে আমি কোনো এমপি প্রার্থীর পক্ষে কোনো কথা বা ক্যাম্পেইন করিনি। একটি শোকজের চিঠি পেয়েছি।

এ ব্যাপারে স্থানীয় সরকার টাঙ্গাইলের উপসচিব শামীম আরা রিনির সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

টিএইচ