বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

‘এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই’

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাপা চেয়ারম্যানের  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামল ছিল জনবান্ধন, উপজেলা পরিষদ গঠন করে বিচার ব্যবস্থাকে সাধারণ জনগণের দ্বারপ্রান্তে এনে দিয়েছেন, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করে মুসলিম বিশ্বে বাংলাদেশকে অনন্য মাত্রায় নিয়ে যান। ওষুধ নীতি প্রণয়ন করে দেশের ওষুধ শিল্পের প্রসার ঘটান। যার ফলে বর্তমানে বিশ্বের ১৬০ টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তাগুলোর বেহাল দশা আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সকল রাস্তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।  জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। 

শনিবার রাতে  বিয়ানীবাজারের বাররইগ্রাম বাজারে লাপ্তা ইউনিয়ন  জাপা আয়োজিত লাপ্তা ইউনিয়ন জাপা সাবেক সভাপতি সিদ্দেক আলী, সদস্য নিয়ামত আলী, আব্দুল আহাদ, ইরমিছ আহমদ, ও বদই মিয়া,স্মরন সভা শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

টিএইচ