বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : কাজী সালিমুল হক কামাল 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : কাজী সালিমুল হক কামাল 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে, এছাড়া ভোটার বাড়াতে ও সবাইকে ঐক্যের আহ্বান জানান, বিএনপি নেতা মাগুরা-২ আসনের সাবেক এমপি আলহাজ কাজী সালিমুল হক কামাল। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নে মহম্মদপুরে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

রোববার (২৯ ডিসেম্বর) মহম্মদপুর মিনি স্টেডিয়াম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় এদিন সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও স্থান থেকে  বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের হাজার-হাজার নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হতে থাকে মিনি স্টেডিয়াম মাঠে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে  প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল,  প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, ফারুকুজ্জামান, মো. আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদপুর  উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। 

টিএইচ