বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির মামলা করেছেন এক ব্যবসায়ী। গত সোমবার জেলার ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার ও ফিরোজ অ্যান্ড ব্রাদার্সের মালিক ফিরোজ আলম মিলন।

মামলায় কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তারা আ.লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। এছাড়াও কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্যসহ আরও ৪১ জনের নাম উল্লেখ করা হয়।

বিচারক মো. ইকবাল হোসেন বাদীর অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী অ্যাড. আবদুর রহিম সোহেল বলেন, কাদের মির্জা দাবিকৃত চাঁদা না পেয়ে তার সহযোগীদের দিয়ে বাদী ফিরোজ আলম মিলনের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চুরিসহ লুটপাট ভাঙচুর করে ক্ষতি করেছে। এ ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

মমালার অভিযোগে জানা গেছে, সাবেক মেয়র কাদের মির্জা ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বাদীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের হুমায়ুন টিম্বার অ্যান্ড স’মিল এবং মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্সে লুটপাট করেন। 

মামলার বিষয়ে জানতে কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

মামলায় উল্লেখযোগ্য আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, কথিত সাংবাদিক হাসান ইমাম রাসেল, হেলমেট বাহিনীর প্রধান হামিদুল্যাহ হামিদ প্রকাশ কালা হামিদ, পান লিটন, চেয়ারম্যান নাজিম উদ্দীন মিকন, কমিশনার রাসেলসহ সর্বমোট ৪১ জনকে আসামি করে মামলা করা হয়।

টিএইচ