সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ওসির কর্মদক্ষতায় পাল্টে গেছে হোসেনপুরের সেবা কার্যক্রম 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ওসির কর্মদক্ষতায় পাল্টে গেছে হোসেনপুরের সেবা কার্যক্রম 

কিশোরগঞ্জের হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমনের পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলার সেবা কার্যক্রমে পুলিশের চিরাচরিত দৃশ্যপট। তার নিরলস শ্রম ও গতিশীল তৎপরতায় প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রমসহ সবক্ষেত্রেই ফিরে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বিশেষ করে সফল বিট পুলিশিংয়ের মাধ্যমে গ্রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ফলে এখন জনভোগান্তিও অনেকাংশে কমে এসেছে ।

সূত্রমতে, জানা গেছে ওই পুলিশ কর্মকর্তা গতবছর ১১ ডিসেম্বর হোসেনপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢেলে সাজিয়েছেন অধিক্ষেত্রের প্রতিটি শাখা ও উপশাখা। 

এছাড়াও উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সেবা নিশ্চিতেও জনগণকে সচেতন করে তোলার জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় সাধন করে চলছেন। 

মাদক নির্মূলে মাদকের আস্তানা ভেঙে দিয়ে মাদকদ্রব্য উদ্ধার, ফুটপাত দখলমুক্ত করা, জুয়ার সামগ্রীসহ জুয়াড়ি গ্রেপ্তার, খুন, ধর্ষণ, ইভটিজিং, ডাকাতি মামলার দাগী ও ফেরারি আসামি গ্রেপ্তার করে উপজেলাকে মাদকমুক্ত করেছে। তিনি এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। 

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তার একমাত্র দায়িত্ব ও কর্তব্য । সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ ও এসডিজি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

টিএইচ