সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কক্সবাজারে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃস্পতিবার উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাস্টমস নামক স্থানে মহাসড়কে কক্সবাজারমুখী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ড্রাইভিং সিট হতে ৪ হাজার ইয়াবা যার মূল্য অনুমান ১২ লাখ টাকার উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। 

আটক ব্যক্তি মো. শফিউল্লাহ (৩৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার গিলাতলীর মৃত. ইসলামের ছেলে। 

এ বিযয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ