বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কক্সবাজারে মৎস্যজীবী নারীদের অধিকার বিষয়ে সাংবাদিক কর্মশালা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

কক্সবাজারে মৎস্যজীবী নারীদের অধিকার বিষয়ে সাংবাদিক কর্মশালা

ইউরোপীয়ান ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম বাস্তবায়িত ‘এম্পাওয়ারমেন্ট অব্ ফিশারমেন্ট ইন কোস্টাল চট্টগ্রাম এন্ড কক্সবাজার(ইএফসিসিসি)’ প্রকল্পের আওতায় রোববার (১৯ নভেম্বর) কক্সবাজার পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরমেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় সেশন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদুল আলম শাহীন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল।

কর্মশালা পরিচালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার সোহাইল উদ দোজা। কর্মশালায় মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের সামাজিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠা, নারীঘটিত সহিংসতা হ্রাস, জেন্ডার বৈষম্য নিরসন, পেশাগত স্বাস্থ্যঝুঁকি কমানো, জীবন-জীবিকার মানোন্নয়ন, সোশ্যাল সেফটিনেটের আওতায় সরকারি সেবার পরিধি বাড়ানো ইত্যাদি বিষয়ের উপর ব্রাইট বাংলাদেশ ফোরামের কার্যক্রমের ভিত্তিতে সাংবাদিকদের ধারনা প্রদান করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন কক্সবাজার নিউজের বার্তা সম্পাদক ইমাম খায়ের, মাই টিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, বিজনেস বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি জাহেদ হোসেন ও দৈনিক প্রলয়ের জেলা প্রতিনিধি ফরিদা ইয়াসমিন মুন্নি। কর্মশালায় সাংবাদিকরা সার্বিক বিষয়ের উপর স্ব স্ব মিডিয়াতে প্রতিবেদন লিখে মৎস্যজীবী নারীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টিএইচ