কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান। ৪৮ মামলার আসামি জিয়াবুলের বসতবাড়ি ও তার আস্তানায় তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যাক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে।
গত শনিবার রাতে সদরের চৌফলদন্ডী থেকে এসব অস্ত্র উদ্ধার করে বাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর একটি সূত্র জানায়, চৌফলদন্ডী অস্ত্র মজুদের খবর পায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইস্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে ৩টি এল জি, ১টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১টি দা, ১ হাতুড়ী, ৩টি চাকু, ২টি চাপাতি, ফাকা দলিল দস্তাবেজ, গাঁজা জব্দ করা হয়।
মুলত উদ্ধার অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, চৌফলদন্ডীর ত্রাস হিসেবে পরিচিত জিয়াবুল বাহিনীর প্রধান জিয়াউল হকের আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
টিএইচ