রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
The Daily Post

কক্সবাজারে ৯ দিনব্যাপী বইমেলা শুরু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ৯ দিনব্যাপী বইমেলা শুরু 

কক্সবাজার বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে গত শুক্রবার ৯ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে। যার ফলে বদলেছে জনগণের চাহিদাও। ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন দেশ বদলানোর এ ধারা অব্যাহত রাখবে বলে মনে করি।

উপদেষ্টা কক্সবাজারে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্ল্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত বইমেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না। তাই বই পড়ার মাধ্যমে যুবসমাজকে জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে দক্ষতা উন্নয়নের আহ্বান জানান তিনি।

এতে আরও বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জামায়াতের জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতারা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে মোস্তফা সরয়ার ফারুকীকে অতিথি রাখায় জেলা ছাত্র সমন্বয়করা ক্ষোভ প্রকাশ করে বইমেলা বয়কট করেন। 

কয়েকজন সমন্বয়ক জানান- ফারুকী বিগত স্বৈরাচারের আমলে সুবিধাভোগী ও ফ্যাসিস্ট হাসিনার চাটুকারিতা করে সবসময় অনৈতিক সুবিধা নিয়ে আসছে। হঠাৎ ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুকে  দু একটা স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা বনে গেছে। অথচ তার অতীত ঘেটে দেখেন সে আপাতমস্তক  একজন আওয়ামী দোসর। 

টিএইচ