কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফের (১৮) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। মৃত আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে।
এবং সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। স্থানীয়দের বরাতে পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, গত শুক্রবার আতহার নূর কাইফ তার এক খালাত ভাই ও খালাত ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।
পুলিশ সুপার জানান, তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার (১৭ আগস্ট) সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আতহার নূর কাইফের বলে শনাক্ত করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
টিএইচ