বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কচুরিপানার কারণে পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা 

সুজানগর (পাবনা) প্রতিনিধি

কচুরিপানার কারণে পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা 

কচুরিপানার কারণে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে এ বছর মৌসুমী পেঁয়াজ আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে পেঁয়াজ চাষিরা হতাশ হয়ে পড়েছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগামী এক দেড় মাসের মধ্যে উপজেলায় মৌসুমী পেঁয়াজ আবাদ শুরু হবে। সমভূমির পাশাপাশি ওই সময় গাজনার বিল শুকিয়ে যাওয়ায় সেখানেও হাজার হাজার হেক্টর জমিতে মৌসুমী পেঁয়াজ আবাদ করা হয়। 

বিলপাড়ের খয়রান গ্রামের পেঁয়াজ চাষি ময়েন উদ্দিন বলেন, বিলের পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হলেও কচুরিপানায় ঢাকা পড়ে আছে বিলের পেঁয়াজ আবাদি জমি। আর কচুরিপানায় ঢাকা পড়ে থাকার কারণে যথাসময়ে বিলের ওই জমিতে পেঁয়াজ আবাদ করা যাবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রান্তিক কৃষকরা হতাশায় ভুগছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, কচুরিপানার কারণে বিলের জমিতে পেঁয়াজ আবাদ করতে শ্রমিক বেশি লাগবে। তবে আবাদ তেমন ব্যাহত হবে না। 

টিএইচ