বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কটিয়াদীতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কটিয়াদীতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

ময়মনসিংহ অঞ্চলে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে লোহাজুরী ইউনিয়নে কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

গত শনিবার লোহাজুরী ইউনিয়ন টু বিন্নাবাইদ ইউনিয়ন ২৫৭০ মিটার সংযোগ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাড. মো. সোহরাব উদ্দিন।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে লোহাজুরী ইউনিয়ন আ.লীগের সভাপতি নূরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা প্রকৌশলী অনতু বল, লোহাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমান আতার উদ্দিন ভূইয়া রতনসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

এমপি অ্যাড. মো. সোহরাব উদ্দিন বলেন, কটিয়াদী-পাকুন্দিয়ার মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, দ্রুতই রাস্তাঘাট কালভার্টসহ যেখানে যা যা প্রয়োজন সেগুলো যত দ্রুত সম্ভব করার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি।

টিএইচ