বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কবিরহাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার ৮

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি

কবিরহাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেপ্তার ৮

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫) মিজানুর রহমান ওরফে মিজান (২৮) আব্দুর রহিম (২০) মো. সোহাগ (২৮) মো. ইয়াছিন আরাফাত সাকিব (২৩) সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।  

মঙ্গলবার (১১ এপ্রিল) আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকাগামী একটি হায়েস তল্লাশি করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উক্তত্ত করত একই এলাকার সুমন। গত সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার যাদব পুর গ্রামে ভিকটিমের বাড়িতে যায় সুমন ও তার ৪-৫ জন সাঙ্গপাঙ্গ। 

এ সময় তারা ভিকটিমের ভাবিকে মারধর করে ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ