সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কমলনগরে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা ‘স্পন্দন’ কক্ষে কমলনগর ইউএনও সুচিত্র রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ। 

চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মাঠে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কমলনগরের সব রাজনৈতিক নেতাকর্মীকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি/কমলনগর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তৌহিদুল ইসলাম। 

এসময় কমলনগরের সরকারি খাস জমি, অবৈধ দখলকৃত খাল, উপজেলার সকল যাত্রীছাউনী অবমুক্তি করতে কমলনগর প্রেস ক্লাবের সভাপতি মো. ফয়েজ মাহমুদ দাবি জানান। উপস্থিত সকলে চলমান পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা সদস্যদের সহযোগিতা করবেন বলে মত প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা আমির ডা. নুর উদ্দিন মাহমুদ, জেএসডির সভাপতি আব্দুর মোতালেব, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

টিএইচ