লক্ষ্মীপুরের কমলনগরে মাসিক আইনশৃঙ্খলা ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা ‘স্পন্দন’ কক্ষে ইউএনও সুচিত্র রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ।
এসময় দেশের বর্তমান পরিস্থিতি মেকাবেলায় সবাইকে সচেতন থাকার বিষয়ে আলোচনা করেন বক্তারা। পরে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয় বিভিন্ন আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুদ্দিন মো. রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার সুমি, কমলনগর থানার ওসি তদন্ত আবদুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিন রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর সফিক উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা র্তূয সাহা, উপজেলা আ.লীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, কমলনগর প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান প্রমুখ।
ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকতে হবে যাতে কমলনগরে কোন অরাজকতা সৃষ্টি না হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের যথাযথ মূল্যায়ন করে জাতীয় পতাকা উত্তোলন করতে সবাইকে আহ্বান জানান।
টিএইচ