সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কমলনগর প্রেস ক্লাবের নতুন সদস্যদের বরণ  

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

কমলনগর প্রেস ক্লাবের নতুন সদস্যদের বরণ  

নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেস ক্লাব। এ উপলক্ষ্যে গত সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উত্তর বাজারে প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক ভাষা সৈনিক সানা উল্লাহ নূরী, সাংবাদিক আবদুর রাজ্জাক চৌধুরী এবং সাংবাদিক জহির উদ্দিন বাবর স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয়। 

কমলনগর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেস ক্লাবের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. ফয়েজ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন গুমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য  দেন।  

এ সময় ২১ জন নতুন সদস্য তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে ঐক্যের ডাক দিয়েছি। আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেস ক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন সহকর্মী  মো. ফয়েজ  এবং এআই তারেক। কিন্তু আজ আর ভিন্ন কোন স্থানে কোন প্রেস ক্লাব নেই। 

সাধারণ সম্পাদক মো. ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়ন, অপরাধ এবং নানা কাজে যে সব অনিয়ম, অপরাধ আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে জনগুরুত্বপূর্ণ সংবাদে মনোযোগী হওয়া। এজন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। 

টিএইচ