বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
জেলা পরিষদ উপ-নির্বাচন

কমলনগর সদস্য পদে ৩ জনের মনোনয়ন দাখিল 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর সদস্য পদে ৩ জনের মনোনয়ন দাখিল 

লক্ষ্মীপুর জেলা পরিষদের ৫নং ওয়ার্ড (কমলনগর) উপনির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করে শেষ দিনে ৩ জনই জমা দিয়েছে। 

সোমবার (২৬ জুন) শেষ দিন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেয়, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম রিপুর সহধর্মিণী তানিয়া বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য মো. গিয়াস উদ্দিন, সাবেক কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর নবী চৌধুরী। গত ১৯ এপ্রিল ৫নং ওয়ার্ড (কমলনগর) থেকে জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম রিপু মারা যান। 

জানা যায়, ২৭ জুন মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের শেষ দিন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২ জুলাই, প্রতীক বরাদ্দ হবে ৩ জুলাই, ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ৫নং ওয়ার্ড (কমলনগর) উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৮ জন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

টিএইচ