প্রায় এক যুগ পরে কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। গত শুক্রবার জেলা স্কুল মাঠে বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলে এ সম্মেলন। তবে দুটি পদে কোন প্রার্থীর নামই ঘোষণা করা হয়নি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির ২টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৩ জন, এর মধ্যে সভাপতি পদে ৬ ও সাধারণ সম্পাদক পদে ৭।
সভাপতি পদে প্রার্থী হলেন, আলমগীর শেখ তিতু, আনিসুর রহমান আনিস, নিমাই কর্মকার, আসাদুজ্জামান শামীম, আব্দুস সাত্তার ও শামীম রেজা লিটন। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জাকারিয়া মাসুদ রাজিব, মানিক সরদার, নজরুল ইসলাম রুবেল, শেখ মো. রুহুল আমিন, ইফতি সৌরভ ও মিলন মিয়া।
সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আ.লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা প্রমুখ।
সর্বশেষ ২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে হাফিজুর রহমান সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিলো।
টিএইচ