বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করিমগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার বিকালে এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

এর আগে সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এরপর বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামালের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। 

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা আ. স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, সহ-সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিএইচ