শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২ 

নেত্রকোণা প্রতিনিধি

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২ 

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) কলমাকান্দা উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির, তার কাজের লোক রূপায়ণ মিয়া। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন। 

অসাবধানতাবসত হঠাৎ ছেড়া তারে রফিক বিদ্যুতায়িত হন। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা হয়েছে।

টিএইচ