সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণার কলমাকান্দার উমরগাঁও নতুন বাজারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে আনা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। 

নেত্রকোণার দায়িত্বপ্রাপ্ত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম গত বৃহস্পতিবার দিবাগত রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার গ্রামের মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। 

জব্দকৃত চিনির আনুমানিক সিজার মূল্য ১৮ আঠারো লাখ টাকা। জব্দকৃত চিনি বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ