পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের মহিপুর থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটিতে মো. খলিলুর রহমান মোল্লাকে আহ্বায়ক ও মো. মোয়াজ্জেম মুন্সীকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ডা. মাওলানা মো. মহিউদ্দিন আহম্মেদ, মো. নূর আলম জমাদ্দার, মো. রফিক মীর, মো. আল-আমিন আকন, মোসা. রানি বেগম, যুগ্ম সদস্য সচিব হাওলাদার মো. দেলোয়ার হোসেন, মো. জাফর হাওলাদার, মো. সাইফুল ইসলাম, মো. মাহতাব মৃধা ও মোসা. ফাতেমা বেগম। এছাড়া আরো ৫২ জনকে কার্যনির্বাহী সদস্য করে মোট ৬৪ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার বলেন, সাবেক ভিপি নুরুল হক নূরু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে মহিপুর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদ সমন্বয়ক ফাতেমা তাসনিম বলেন, গণঅধিকার পরিষদ গতানুগতিক নির্বাচন দেখতে চায় না, আমরা চাচ্ছি আনুপাতিক নির্বাচন। আসছে নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত দল হিসেবে নতুন চমক নিয়ে আসছে।
তাই সংগঠনকে বেগবান করতে সারা দেশে গণঅধিকার পরিষদ কমিটি গঠন করছে। তিনি নবগঠিত মহিপুর থানা আহ্বায়ক কমিটির সব সদস্যদের অভিনন্দন জানান।
টিএইচ