সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় গণঅধিকার পরিষদের বিজয় মিছিল  

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গণঅধিকার পরিষদের বিজয় মিছিল  

পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের উল্লাসে এ বিজয় মিছিল করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ আগস্ট) একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। 

সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর, পটুয়াখালী জেলা সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও কলাপাড়া উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. নাজমুল। 

এসময় গনঅধিকার পরিষদের অন্য নেতারাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ