সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার রাতে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জি. মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।

প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। 

এসময় বক্তারা ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি দুর্যোগ পরবর্তী সরকারের ত্রাণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্নের জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তার অনুরোধ করেন।

টিএইচ