সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার  

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার  

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে আমেনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি উপজেলার ধুলাসার ইউনিয়নের পুর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজীর মেয়ে। এ ঘটনায়  নিহতের স্বামী শাকিব মৃধাকে আটক করেছে পুলিশ। 

কলাপাড়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে নীলগঞ্জের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সঙ্গে আমিনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের মধ্যে দ্বন্দ্ব ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। 

নিহতের ভগ্নিপতি আখির হোসেন বলেন, গত শনিবার রাত তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের সঙ্গে আমেনার গলায় ফাঁস লাগানো। তবে তার পা মাটিতে হেলানো অবস্থায় ছিলো। এরপর আমিনার বাবাকে খবর দেন তিনি। তারপর তারাও এসে আমেনাকে একই অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ গিয়ে রাত তিনটার দিকে মরদেহ উদ্ধার করে। 

কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

টিএইচ