বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামের এক সন্তানের জনকের মৃতু হয়েছে। গতাকল উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে একটি দোকানের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত রুবেল সরদার ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে। মৃতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রুবেল সরদার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। 

ঘটনার দিন সকালে স্থানীয় কলেজ বাজারে একটি দোকান সংষ্কারের কাজে যান। পানির মোটরের লাইন চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মো. আলী আহম্মেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

টিএইচ