বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় ১৪ কিশোরী পেলো সেলাই মেশিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় ১৪ কিশোরী পেলো সেলাই মেশিন

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবার পর্যায়ে বিকল্প জীবিকায়নের লক্ষে সেলাই মেশিন, লবণ সহিষ্ণু ধান চাষাবাদের জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। 

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এনশিয়ন প্রটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজিয়া) ও ফ্যামিলি ডেভলপমেন্ট ফর চিল্ড্রেন এন্ড স্পন্সরশিপ (এফডিসিএস) প্রকল্পের মাধ্যমে দাতা সংস্থা ইন্টারএক্ট সুইডেন এসকল সহায়তা প্রদান করেন। 

শনিবার (২৫ নভেম্বর) কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, নীলগঞ্জ প্রফুল্ল ভৌমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার ও এফডিসিএস’র প্রোগ্রাম অফিসার উজ্জল গাঠিয়া প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও উপকারভোগীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাশ।

টিএইচ