বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কলাপাড়া ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া থানায় নবনিযুক্ত ওসি মো. আলী আহম্মেদের  যোগদান উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে থানা হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এত বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি সামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জাহিদ রিপন প্রমুখ। 

এসময় কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা আইন-শৃঙ্খলা বিষয়ে সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে ওসির সাথে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া থানা ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।

টিএইচ