শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন (২৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

গত বৃহষ্পতিবার রাতে উপজেলার রাজপুর সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে ওই মাদকসহ আটক করা হয়। আটক ইমন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হকের নির্দেশনায় কাঁকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার তাহের ও এনসিও নায়েক হরমুজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ইমনের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। নায়েক সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইমন তার বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে। 

কলারোয়া থানার ওসি মো. শাহিন জানান, শুক্রবার (৩০ আগস্ট) বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

টিএইচ