বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘কসবায় উপজেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হবে’

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

‘কসবায় উপজেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হবে’

কসবা ছিল একসময় গান, নাটক, শিল্প ও সংস্কৃতি চর্চায় সমৃদ্ধ। বিগত দিনগুলোতে দেশে জঙ্গীবাদের উত্থানে তা হ্রাস পেয়েছিল। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ছাড়া সমাজ বিকাশিত হয় না। 

বর্তমান সরকার সুস্থ সংস্কৃতি চর্চায় অঙ্গিকারবদ্ধ। তাই আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহযোতি নিয়ে কসবা উপজেলায় অচিরেই শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হবে। 

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুদিনব্যাপী সংগীত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারত থেকে আগণ সংগীত প্রশিক্ষক ড. শিবানী দাস, ড. রাধাকান্ত দাস, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সভাপতি মো. জহিরুল ইসলাম স্বপন। উল্লেখ দুদিন ব্যাপী প্রশিক্ষণে মোট ২৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

টিএইচ