সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কসবায় বিজিবির ইফতার বিতরণ 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবায় বিজিবির ইফতার বিতরণ 

পবিত্র রমজান উপলক্ষে বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন দুই শত দুস্থ অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছেন। 

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ক্রিমিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিবির ব্যবস্থাপনায় অসহায় দুস্থদের মধ্যে উন্নত মানের ইফতার সামগ্রী তুলে দেন ৬০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাসান উল্লাহ।

এ সময় তিনি বলেন, বিজিবি জনগণের কল্যাণে জেলার বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। বিজিবি জনগণের কল্যাণার্থে বিভিন্ন সময়ে দেশের গরীব, দুস্থ ও অসহায় মানুষদের প্রায়াশই বিভিন্ন সাহায্য সহযোগিতা, অনুদান প্রদান অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি সুলতানপুরের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়। 

উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অফিসার, দায়িত্বরত জুনিয়র কর্মকর্তা ও অন্য পদবীর সৈনিক।

টিএইচ