বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কসবায় বিজিবির শীতবস্ত্র বিতরণ 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

কসবায় বিজিবির শীতবস্ত্র বিতরণ 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কসবা উপজেলার খাদলা বিজিবির আওতায় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ২শ গরীব ও অসহায়দের মধ্যে রোববার (২১ জানুয়ারি) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাদলা বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার সৈয়দ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এম জাবের বিন জব্বার পিএসসি। 

বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সাহকারী পরিচালক মো. মতিউর রহমান। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিজিবির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টিএইচ