বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু 

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে পৌরশহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে আরিফ মিয়া। আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সমপ্রতি সুমন তার বসতবাড়িতে টিন শেডের একটি ঘর তৈরি করছিলেন। সন্ধ্যায় তার ছেলে আরিফ ঘরে বিদ্যুতের লাইনের কাজ করেছিলেন। হঠাৎ একটি তারে আটকে যায় সে। এ সময় তার মা তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে থাকা তার বোন দুজনকে উদ্ধারে এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।

 পরে স্থানীয়রা তাদের আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ