বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কসবায় বীজ ও কীটনাশক চুরির দায়ে পিতা-পুত্র গ্রেপ্তার 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবায় বীজ ও কীটনাশক চুরির দায়ে পিতা-পুত্র গ্রেপ্তার 

কসবায় সরকার বীজ ভান্ডারের প্রায় ৪০ লাখ টাকার বীজ ও কীটনাশক ওষধ চুরির দায়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৫ জনকে সনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করলো।

কসবা পৌরশহরের নতুন বাজারের সরকার বীজ ভান্ডারের মালিক আল আমিন সরকার ও শাহীন সরকার জানান, গত বছরের শেষ দিকে বিভিন্ন সময় কসবা নতুন বাজারে অবস্থিত তাদের  ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীর সহায়তায় রাতের আধারে স্থানীয় একটি চোরচক্র ৪০ লাখ টাকার বীজ ও কীটনাশক ওষধ সরিয়ে ফেলে। 

এ বিষয়ে কসবা থানায় ওই রাতেই আল আমিনের সহোদর ভাই শাহীন সরকার বাদি হয়ে ৩ জন ও অজ্ঞাত ব্যক্তিদের  আসামি করে মামলা করেন। পুলিশ বাবুল মিয়া ও রশিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের নিকট এরা দোষ স্বীকার করে জড়িত কিছু নাম প্রকাশ করেন। 

পরবর্তীতে আলাউদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মাল ক্রয় করার অপরাধে সোমবার (২৬ ফেব্রুয়ারি) কসবা পুরাতন বাজারের ভাই ভাই বীজ ভান্ডারের মালিক  আজগর আলী ও তার পুত্র রায়হান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ওই চুরির ঘটনা সংগঠিত করতে বিশাল একটি নেটওয়ার্ক কাজ করছে। পুলিশ তাদের একে একে গ্রেপ্তার করবে। এ ব্যাপারে কসবা থানা ওসি মোহাম্মদ রাজু আহাম্মেদ জানান, সরকার বীজ ভান্ডারের চুরির বিষয়ে জড়িত থাকায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

টিএইচ