ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দীর্ঘদীন বন্ধ থাকার পর তারাপুর-কমলাসাগর সীমান্তহাট চালু করতে কাজ করছে দুই দেশের পরিচালনা কমিটি।
গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত হাটের অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, পানি লাইন মেরামতসহ যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের জন্য হাট পর্যবেক্ষণ করতে আসেন দুই দেশের প্রকৌশলী দল। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিছন্নতার কাজ।
এসময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং ভারতের আগরতলা থেকে প্রকৌশলী এ দেবনাথ, প্রকৌশলী সাব্যসাচী দেবনাথ, সিপাহীজলা ও বিশালঘর থেকে পিডিও অনুরাগ সেন, প্রকৌশলী অরিন্দম ভট্টাচার্য্য, মনজিব দাস ও বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেন্দর সিংহ প্রমুখ। জুলাইয়ের মধ্যেই হাট চালু করার আশা প্রকাশ করেন তারা।
প্রসঙ্গত ২০১৫ সালের ১১ জুন দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তারাপুর-কমলাসাগর সীমান্তহাট। ২০২০ সালের মার্চ মাসে মহামারি করোনার কারণে বন্ধ হয়ে যায় হাট।
টিএইচ