রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কসবায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

কসবায়  পুলিশের বিশেষ অভিযানে তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কসবা থানা ওসি মো. জহিরুল হক কবির জানান। 

আটকরা হলেন, বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত্যু ধনু ভূইয়ার ছেলে বাচ্চু ভূইয়া, কুটি ইউনিয়নের লেশিয়ার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে নাজির হোসেন ও বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত্যু আনু মিয়ার ছেলে জামশেদ সরদার। 

সোমবার (১১ নভেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওসি জহিরুল হক কবির জানান, বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতাদের আটক করা হয়েছে।

টিএইচ