বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কসবা প্রেস ক্লাবের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন  

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কসবা প্রেস ক্লাবের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন  

কসবা প্রেস ক্লাবের ৬ তলা ভবনের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কর্মিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার।

বুধবার (১০ জুলাই) কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান। 

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা সুলতানা সুপ্রিয়া, কসবা থানা এসআই মো. কামাল হোসেন, ভূমিদাতা কার্তিক কর্মকারের পক্ষে মো. গেদু মিয়া, কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক  মো. আকুল খায়ের স্বপন, প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি নাজমুল হক সজল, সাংবাদিক মো. সাইদুর রহমান খান, ভজন শংকর আচার্য্য, মো. আনোয়ার হোসেন উজ্জ্বল ও মো. মোস্তফাসহ এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

বাউন্ডারি নির্মাণের পর আইনমন্ত্রী আনিসুল হক এমপি ঘোষিত সোয়াকোটি টাকা ব্যয়ে কসবা প্রেস ক্লাবের ৬ তলা ভবনটির নির্মাণ কাজ শুরু হবে। ব্রাহ্মবাড়িয়া জেলা পরিষদ ১০ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন।  

টিএইচ