সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কসবা মেয়েকে হত্যার স্বীকারোক্তি সৎ মায়ের

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবা মেয়েকে হত্যার স্বীকারোক্তি সৎ মায়ের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তারকে (১২) গলাটিপে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন সুমাইয়ার সৎ মা শারমিন আক্তার (৩৫)। শনিবার (৪ মার্চ) সকালে পুলিশি রিমান্ডে এ কথা অকপটে স্বীকার করলেন শারমিন আক্তার।

গত ২ ফেব্রুয়ারি কসবা থানা পুলিশের পক্ষ থেকে হত্যার কারণ উৎঘাটনে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে প্রথমে বিভিন্ন বাহানায় অস্বীকার করলেও পরে পুলিশের কাছে স্বীকার করেন, শাসন করতে গিয়ে প্রচণ্ড রাগের মাথায় অনেকক্ষণ ধরে সৎ মেয়ের গলাচেপে ধরেছিলেন সৎ মা শারমিন আক্তার। এসময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বর্ণী আঙ্গুরা-বাশার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন জানান, শারমিন আক্তারকে রিমান্ডে আনার পর হত্যার কারণ জানতে চাইলে সে জানায়, শাসন করতে গিয়ে সুমাইয়ার গলা চেপে ধরেছিল। এসময় সুমাইয়া শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

গত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য বান্ধবীদের সাথে ফুল কিনে এনে সৎ মায়ের কাছে ফুল কেনার টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে কিশোরী সুমাইয়াকে মারধর শুরু করে সৎ মা শারমিন আক্তার। একপর্যায়ে রাগের মাথায় মেয়ের গলা চেপে ধরে রাখলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সুমাইয়া।

টিএইচ