সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাঁঠালিয়ায় রাস্তার মধ্যে পরিত্যক্ত ভবন চলাচল ব্যাহত

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি  

কাঁঠালিয়ায় রাস্তার মধ্যে পরিত্যক্ত ভবন চলাচল ব্যাহত

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ ও মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সম্মুখে একটি পরিত্যক্ত ভবনের কারণে উপজেলার  আমুয়া বাজার থেকে মরিচবুনিয়া বাজার ও ইউনিয়ন পরিষদ থেকে তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র হয়ে ভান্ডারিয়া সড়কের প্রধান বাঁধা। 

স্থানীয় সূত্রে জানা গেছে বহু বছর পূর্বে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত এই ভবনটি নির্মিত হয়েছিল। বর্তমানে ভবনটি এলজিইডি রাস্তার মাঝখানে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে জনসাধারণসহ গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে এছাড়াও কোন রকম ভারী বা হালকা যানবাহন চলতে পারে না। এই ভবনটি মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে হওয়ায় শিক্ষার্থীদের চলাফেরা করতে অসুবিধা হয়। 

এ নিয়ে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ৭ ওয়ার্ডের সদস্য মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, এ ভবনের বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তার কোন সুরাহা পাওয়া যায়নি। ভবনটি রাস্তার মধ্যে থাকার কারনে জনসাধারণের খুবই সমস্যা হচ্ছে, তবে এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন। 

মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার এ বিষয়ে  বলেন শিক্ষার্থীদের চলাফেরায় খুবই অসুবিধার সৃষ্টি হয় একপাশ থেকে অন্যপাশে দেখা যায় না বলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই এ পরিত্যক্ত ভবনটি দ্রুত সরিয়ে নেয়া প্রয়োজন।

মরিচবুনিয়া বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মো. মোজ্জামেল হক বলেন, এ পুরাতন ভবনটির  কারণে আমাদের বাজারে কোন ট্রাক বা কোন ধরনের পণ্য পরিবহন করতে না পারায় বাজার ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্রুত এর একটা সমাধান হওয়া দরকার। 

এ বিষয় নিয়ে পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস বলেন, বারবার এ বিষয় উদ্যোগ নিলেও নানা জটিলতায় এর সমাধান হয়নি। তবে জনস্বার্থে দ্রুত এর সমাধান হওয়া প্রয়োজন। 

গত ২৭ মার্চ ২০২২ ইউনিয়ন রেশন কার্যক্রমের জন্য চালের ট্রাক আসলে এ ভবনের সাথে ধাক্কা লেগে পূর্ব পাশে থাকা খালে উল্টে পড়ে মালামালের ব্যাপক ক্ষতিসহ ড্রাইভার হেলপারসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টিএইচ