বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউখালীতে খালে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে খালে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বুধবার (১২ জুলাই) খালে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে কাউখালী গারতা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার নাম ওবায়দুল্লাহ (১৪)। সে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের মাওলানা মামুনুর রশীদ জাকিরের ছেলে। 

গারতা হাফিজি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান জানান, বুধবার (১২ জুলাই) মাদ্রাসার ১০-১২ জন ছাত্র গারতা খালে গোসল করতে যায়। ওবায়দুল খালে নেমে ৪/৫টি ডুব দেয়ার পর সে আর পানির উপরে না ওঠায় তার সাথে থাকা তার সহপাঠীরা তাকে খুঁজতে থাকে। 

খালে জোয়ারে অতিরিক্ত পানি ও স্রোত থাকায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ওবায়দুল্লাহর ভাই সিফাত উল্লাহ জানান, তার ভাই সাঁতার জানত।

ঘটনাস্থলে কাউখালী ও বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে মাদ্রাসার ঘাটের পাশ থেকে মৃত অবস্থায় মাদ্রাসাছাত্র ওবায়দুল্লাহকে উদ্ধার করেছে।

টিএইচ