বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

কাউনিয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় সরকারের কিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) তাকে শহীদবাগ ইউনিয়ন পরিষদের এলাকা থেকে আটক করা হয়।

পরে বিশেষ অভিযানে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার আব্দুল হান্নান শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের খোদ্দভুতছাড়া গ্রামের মৃত জামাত উল্লাহ ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি জানান কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, সোমবার (২১ এপ্রিল) শহীদবাগ ইউনিয়ন পরিষদের চত্বরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।

এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টিম অভিযান চালিয়ে শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।

টিএইচ