সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় গাঁজাসহ দুজন আটক  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়ায় গাঁজাসহ দুজন আটক  

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজাসহ তাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। 

জানা গেছে, কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরহাদ মণ্ডলের নেতৃত্বে কাউনিয়া থানার একদল পুলিশ গত শুক্রবার রাতে  উপজেলার কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 

পুলিশ এ সময় মাদক কারবারি  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার  নীলুর খামার গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি গ্রামের  মৃত আরব আলীর ছেলে তাজুল  ইসলামকে আটক করে।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরহাদ মণ্ডল বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রংপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ