সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় ধান চাষ আধুনিকায়নে প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় ধান চাষ আধুনিকায়নে প্রশিক্ষণ

রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক ধান চাষাবাদের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়াম হলরুমে  উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভিন সাথীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ  ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক রংপুরের ইনচার্জ ড. রকিবুল হাসান (পিএসও)। 

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক রংপুরের গবেষক মোছা. সেলিমা জাহান, (এসএসও), গবেষক আনোয়ারা আক্তার (এসএসও) প্রমুখ। 

এ সময় বক্তারা আধুনিক ধান চাষাবাদের  কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচানা ও বিভিন্নভাবে দিকনির্দেশনা প্রদান করেন, এতে উপজেলার প্রায় শতাধিক  কৃষক  প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

টিএইচ