সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় এক শ্রবণ প্রতিবন্ধী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের নাম ফারজানা আক্তার (২৬)। তিনি কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সোরয়ারদী মাস্টারের মেয়ে ও হারাগাছ ইউনিয়নের নাজিরদহ চকরপানি গ্রামের জেনারুল ইসলামের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারজানা আক্তার শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিয়ে পর প্রায় দশমাস ধরে বাবার বাড়িতে বসবাস করছে। গত রোববার পিতার বাড়িতে এক নারী ঘরের মধ্যে ফারজানাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

কুর্শা ইউপির ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবারক আলী বলেন, মেয়েটি প্রতিবন্ধি হওয়ায় স্বামী তাকে নিয়ে সংসার করতে চায় না। আমারা সংসার করানোর জন্য অনেক চেষ্টা করেছি। হয়তো এ কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ