বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে সেচ পাম্পের পরে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে ঘটনাটি ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের মৃত্যু উলি মাহমুদের পুত্র কৃষক রফিকুল ইসলাম তার নিজের জমিতে বোরোধান কাটতে যান। 

আব্দুল গফুর নামের এক ব্যক্তির অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেয়া সেচ পাম্পের তার ঝড়ে ধান খেতে পরে থাকলে সে তারে অসাবধানতাবশত  হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি কাউনিয়া জোনাল অফিসের এজিএম আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, নিহতের স্ত্রীর কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

টিএইচ