সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের  ব্রিফিং  

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের  ব্রিফিং  

রংপুরের কাউনিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) কাউনিয়া থানার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডি এসবি) ইফতেখায়ের আলম, এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার (সি সার্কেল) নজরুল ইসলাম। 

কাউনিয়া থানার ওসি তদন্ত  ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা  আনসার  কর্মকর্তা  ফেরদৌসী আকতার প্রমুখ। এসময় বক্তারা অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

টিএইচ