রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

‘কাঙিক্ষত স্বাধীনতার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’ 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

‘কাঙিক্ষত স্বাধীনতার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’ 

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেছেন, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদপত্র। সাংবাদিককে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা দেখতে পাইনি। ২০২৪ এ দ্বিতীয় স্বাধীনতা দেখলাম। আমাদের এ কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

পুলিশের একটি ছোড়া বুলেট সরকার পতন করতে পারে। তার বাস্তব উদাহরণ ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সাংবাদিকদের পজেটিভ লিখনির মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কালীগঞ্জ প্রেস ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ক্রীড়া কমপ্লেক্সে স্মৃতি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। 

এ সময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন,  কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও  চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন প্রমুখ।

টিএইচ