সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাজ নেই কালুহাটি পাদুকা পল্লীতে লোকসানের আশঙ্কা মালিকদের

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

কাজ নেই কালুহাটি পাদুকা পল্লীতে লোকসানের আশঙ্কা মালিকদের

বড়াল নদের কোল ঘেঁষে গড়ে ওঠা কালুহাটি গ্রাম। গ্রামে ছোট ছোট ঘর, তার মধ্যে বসে নানাবয়সী মানুষ তৈরি করছে বাহারি রঙের স্যান্ডেল ও জুতা। নারী-পুরুষের বাহারি জুতা তৈরি করা এ গ্রামটি আশপাশের সবার কাছে ‘পাদুকা পল্লী’ নামেই পরিচিত।

এখানকার তৈরি বাহারি জুতা স্যান্ডেল যায় গোটা উত্তরবঙ্গসহ রাজধানীতেও। গত কয়েক বছরে অভাবী গ্রামের চেহারা পাল্টে কালুহাটি এখন ঝকঝকে কর্মচাঞ্চল্যের সাফল্যমতি একটি গ্রাম।

 স্থানীয়রা স্বপ্ন দেখছেন একদিন বিশ্ববাজারে রপ্তানি হবে কালুহাটির তৈরি পাদুকা। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে এ শিল্পের সঙ্গে জড়িতরা। তবে ছন্দপতন ঘটেছে এ বছর। রোজার শেষ মহুর্তেও কাজ নেই কালুহাটি পাদুকা পল্লীতে। ফলে চরম সংকট চলছে এ শিল্পে। 

সরেজমিন রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে জুতা-স্যান্ডেল তৈরির বিভিন্ন কারখানার সাইনবোর্ড। একেকটি ঘরই যেন একেক কারখানা! আর কারখানা ঘিরেই তাদের জীবন জীবিকা আর স্বপ্ন। সারাবছরই কর্মচাঞ্চল্য থাকা গ্রামটিতে রোজা এবং ঈদ কেন্দ্র করে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ বেশি। তবে এ বছর ব্যস্ততার ছন্দপতন ঘটেছে। বৈশ্বিক মহামারী করোনা ও আধুনিকতার বাজারে এ শিল্পে ভাটা পড়েছে। 

সরজমিনে গিয়ে পাদুকা শিল্পের জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছর কাজ কম থাকলেও রোজার ঈদকে ঘিরে পাদুকা শিল্পের সঙ্গে জড়িতদের থাকে অনেক আশা ভরসা। তবে গত দুই বছর ধরে বৈশ্বিক মহামারী করোনার কারণে এ শিল্পের দুর্দিন শুরু হয়েছে। কর্মহীন হতে হচ্ছে এর সঙ্গে জড়িতদের। ফলে অনেক কারখানাকে গুনতে হচ্ছে ব্যাপক লোকসান। আর এ লোকসান উঠাতে না পারলে অনেককে পথে বসতে হবে।

পাদুকা শিল্পের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বর্তমানে জুতা সেন্ডেল তৈরির প্রতিটি উপকরণের দাম বেড়েছে কয়েক গুন। অপর দিকে ভারতীয় কিছু জতা সেন্ডেল বাজারে এসে দাম কমিয়েছে। এতে বাজারে টিকে থাকা বড়ই কঠিন। তাছাড়া মার্কেটে বাকীতে পণ্য বিক্রি করা সেই টাকা না পাওয়ায় অনেক কারখানা আজ বন্ধের পথে। এক রমজানেই ৩০ কোটি টাকার ব্যবসা নেমে এসেছে অর্ধেকে।

সোহেল বলেন, আমরা বিভিন্ন জটিলতা আর অপরিকল্পিতভাবে কারখানাগুলোর ব্যবসা করে আসলেও ২০১০ সালে চারঘাট-বাঘার এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাদের সার্বিক দিকনিদের্শনা দিয়ে এসএমই ফাউন্ডেশনের মাধমে এ শিল্পের বিকাশ ঘটেছেন। 

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হুগো বসের জুতায় ‘মেড ইন বাংলাদেশ’ দেখে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কালুহাটির পাদুকা পল্লীর সফলতাকে আরও বড় কিছু করার স্বপ্নের কথা লেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি শাহরিয়ার আলম। তার স্বপ্নের সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও আশায় বুক বেঁধেছেন একদিন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন বাজারে যাবে কালুহাটির তৈরি জুতা।

টিএইচ